শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

কালোয়াত শব্দের বাংলা অর্থ কালোয়াত [ kālōẏāta ] বি. উচ্চাঙ্গসংগীতে পারদর্শী ব্যক্তি।;কালোয়াতি–বি. ১. উচ্চাঙ্গ বা মার্গ সংগীতে দক্ষতা বা পারদর্শিতা; ২. কালোয়াতের পেশা; ৩. (ব্যঙ্গে) ওস্তাদি।;☐ বিণ. ১. কালোয়াতসম্বন্ধীয়; ২. উচ্চাঙ্গসংগীতসম্বন্ধীয়।;[সং. কলাবত্]।;[কালোয়াত্‌] (বিশেষ্য) ধ্রুপদ খেয়াল-ইত্যাদি সঙ্গীতে পারদর্শী শিল্পী; উচ্চাঙ্গ সঙ্গীত ও বাদ্যাদিতে ওস্তাদ(বাদশার হুকুমে সঙ্গীতবিদ্যা গভীর রকমের কবরস্থ করলে কালোয়াতরা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। কালোয়াতি , কালোয়াতী (বিশেষ্য) ১ উচ্চাঙ্গ সংগীতে নৈপুণ্য; রাগ সংগীতে পারদর্শিতা (দ্রুত তেতালেই তাঁদের কালোয়াতি দেখানোর শখ-সৈয়দ মুজতবা আলী)। ২ কালোয়াতের পেশা। □ (বিশেষণ) উচ্চাঙ্গ সংগীত সন্বন্ধীয়; কালোয়াত সংক্রান্ত।{( তৎসম বা সংস্কৃত শব্দ) কলাবৎ>কলাওয়াত>কালোয়াত};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ