শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

যোটা শব্দের বাংলা অর্থ [জোটা, জুটা, জোটা] (ক্রিয়া) ১ জোগাড় হওয়া মেলা সংগৃহীত হওয়া (অন্ন জোটে না কথা জোটে মেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মিলিত হওয়া একত্র হওয়া (ছাত্রের দল জুটেছে)। ৩ উপস্থিত হওয়া (এসে জোটা)। ৪ লঅভ করা পাওয়া (একটা চাকরী জুটিয়া গেল-আবু রুশ্‌দ্‌)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জোটাজোট (বিশেষ্য) ১ জোগাড়যন্ত্রযোগসাজস। ২ পরস্পর মিলন। জোটানো, জুটানো, জুটনো (ক্রিয়া) ১ সংগ্রহ করা বা একত্র করা একসঙ্গে সমাবেশ করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জুটেপুটে (ক্রিয়াবিশেষণ) ১ দলবদ্ধ হয়ে। জোটেবুড়ি, জুটেবুড়িজটে। {(তৎসম বা সংস্কৃত) যূথ>},

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ