শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

অসম্ভব শব্দের বাংলা অর্থ অসম্ভব [ asambhaba ] বিণ. ১. ঘটে না বা ঘটেনো যায় না এমন; ২. অদ্ভুত, বিষ্ময়কর (এ কী অসম্ভব কথা)।বি. অস্বাভাবিক ঘটনা (অসম্ভবকে সম্ভব করা)।[সং. ন + সম্ভব]।অসম্ভাবনা–বি. সম্ভাবনার অভাব।অসম্ভাবনীয়, অসম্ভাব্য–বিণ. ঘটবার সম্ভাবনা নেই এমন।অসম্ভাবিত–বিণ. ঘটবে বলে ভাবা যায়নি এমন, অপ্রত্যাশিত, unexpected.অসম্ভাব্যতা–বি. সম্ভাবনার অভাব, অসম্ভাবনা।অসম্ভূত–বিণ. ১. ঘটেনি এমন; ২. জন্ম হয়নি এমন, জন্মায়নি এমন।[অশম্‌ভব্] (বিশেষণ) ১ সম্ভব নয় এমন। ২ ঘটে না বা ঘটানো যায় না এমন; ‍দুর্ঘট; অঘটনীয়। ৩ অদ্ভুত। ৪ অস্বাভাবিক। অসম্ভাবনীয় ( বিশেষণ) ঘটার সম্ভাবনা নেই এমন; সম্ভাবনারহিত। অসম্ভাবিত (বিশেষণ) অপ্র্যাশিত; ঘটবে বলে আশা করা যায়নি এমন (এই অসম্ভাবিত পরিণয় সংঘটন দ্বারা অতুল ঐশ্বর্যের অধিপতি হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অসম্ভাব্য (বিশেষণ) ১ সম্ভাবনার যোগ্য নয় এমন; অসম্ভবপর। ২ অলৌকিক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্ভব; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ