শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

অলুক শব্দের বাংলা অর্থ অলুক, (বর্জি) অলুক্ (লুচ্) [ aluka, (barji) aluk (luc) ] বিণ. লোপহীন, লোপ পায় না এমন।বি. লোপের অভাব, লোপহীনতা।[সং. ন + লুচ্]।অলুক সমাস–বি. (ব্যাক.) সে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না, যেমন যুধি (যুদ্ধ, সপ্তমী বিভক্তি) + স্হির = যুধিষ্ঠির, গায়েহলুদ।[অলুক্‌] (বিশেষণ) লোরহিত; লোপ হয় না এমন; লোপাভাব। অলুক সমাস (বিশেষ্য) (ব্যাকরণ) সমাসবিশেষ; যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না (যেমন-হাতে-খড়ি, গায়ে-হলুদ, যুধিষ্ঠির ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+লুক্‌ (লুক্কায়িত)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ