শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

হেট ২ শব্দের বাংলা অর্থ হেঁট, [হেঁট্‌] (বিশেষ্য) ১ দেহের নিম্নাঙ্গ (হেঁটে বস্ত্র)। ২ তলদেশ; অধোভাগ; নিম্নদেশ (হেঁটে কাঁটা)।¨ (বিশেষণ) ১ অবনত; অধোবদন (মাথা হেঁট হলো)। ২ নিম্ন (জিনিলা ও সকল রাজ্য ঊর্দ্ধ্ব কিংবা হেঁট-সৈয়দ আলাওল; আপনার আর লেজ মুড়ে হেঁট হেঁট করতে হবে না-মুনীর চৌধুরী)। মাথা হেঁট করা (ক্রিয়া) লজ্জা পাওয়া। মাথা হেঁট হওয়া (ক্রিয়া) ১ লজ্জায় অধোবদন হওয়া। ২ সম্মান লাঘব হওয়া। হেঁটে (ক্রিয়াবিশেষণ) নিচে; নিম্নে (হেঁটে কাঁটা উপরে কাঁটা-উপকথা)। {(তৎসম বা সংস্কৃত) অধস্তাৎ> (প্রাকৃত) হেট্‌ঠা>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ