শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

হস্তান্তর শব্দের বাংলা অর্থ হস্ত, [হস্‌তো] (বিশেষ্য) ১ হাত; কর; পাণি। ২ বাহু; ভুজ। ৩ মণিবন্ধ; কনুই অথবা বগল থেকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত দেহের অংশবিশেষ। ৪ আঠারো ইঞ্চি বা চব্বিশ অঙ্গুলি পরিমাণ দৈর্ঘ্যের এককবিশেষ। ৫ হাতির শুঁড়। হস্তকণ্ডূয়ন (বিশেষ্য) হাত চুলকানি; কিছু করার জন্য হাতের নিশপিশ ভাব। হস্তকৌশল (বিশেষ্য) ১ তাতের কায়দা। ২ হাত সাফাই। হস্তক্ষেপ, হস্তক্ষেপন, হস্তার্পণ (বিশেষ্য) ১ হাত দেওয়া। ২ নিয়ন্ত্রিত করা। ৩ কোনো কাজে বাধা দেওয়া বা যোগদান। হস্তগত (বিশেষণ) অধিকারে আনীত; অধিকৃত; দখলীকৃত; করায়ত্ত; বশীভূত। হস্তগ্রাহ্য (বিশেষণ) হাত দ্বারা গ্রহণীয়; স্পর্শসাধ্য। হস্তচ্যুত (বিশেষণ) ১ হাত থেকে পড়ে গেছে এমন। ২ হাতছাড়া; হাতের বাইরে চলে গেছে এমন। হস্তত্র (বিশেষ্য) হাতের আবরণবিশেষ; দস্তানা। হস্তধারণ (বিশেষ্য) হাত ধরা। হস্তরেখা (বিশেষ্য) হাতের তালুর বা করতলের রেখা। হস্তলাঘব (বিশেষ্য) হাত সাফাই; অপহরণ। হস্তলিখন (বিশেষণ) হাতের লেখা (টাইপ করা বা ছাপানো নয়)। হস্তলিপি, হস্তলেখ (বিশেষ্য) হাতের লেখা। হস্তসিদ্ধি (বিশেষ্য) বেতন। হস্তসূত্র (বিশেষ্য) ১ হাতের সূতা। ২ রাখি। ৩ বলয়। হস্তাক্ষর (বিশেষ্য) ১ হাতের লেখা। ‍২ হাতের লেখার ছাপা। হস্তান্তর, হস্তার্পণ (বিশেষ্য) ১ অন্যের দখলে বা অধিকারে অর্পণ। ২ হাত বদল। হস্তান্তরিত (বিশেষণ) ১ অন্যের হাতে দিয়ে দেওয়া হয়েছে এমন। ২ অন্যের অধিকারগত। হস্তাবর্তন (বিশেষ্য) হাত বুলানো বা ঘুরানো। হস্তাবর্তিত বিণ। হস্তাবলেপ (বিশেষ্য) হাত দিয়ে প্রলেপ দান; অপরিচ্ছন্ন করা (সে দৈন্যবোধে ব্যক্তিগত দারিদ্রের স্থূল হস্তাবলেপ নেই-সুধীন্দ্রনাথ দত্ত)। হস্তামলক (বিশেষ্য) ১ করতলস্থ আমলকী। ২ (আলঙ্কারিক) যে বস্তু সহজে আয়ত্ত হয়। ৩ অধিকার করায়ত্ত (জগৎ হয়েছে হস্তামলক-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ শঙ্করাচার্যকৃত বেদান্ত গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) √হস্‌+ত(তন্‌)};