শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

দ ২ শব্দের বাংলা অর্থ দহ, [দহো, দও, দ] (বিশেষ্য) ১ হ্রদ; বদ্ধ জলাশয় প্রভৃতির অতলস্পর্শ অংশ; অগাধ জলপূর্ণ স্থান। ২ ঘুর্ণজল। ৩ গভীর গর্ত বা বিস্তীর্ণ ফাটল (মরি ক্ষুধার চোটে পেটে পড়ল দ’-দ্বিজেন্দ্রলাল রায়)। ৪ হ্রদ (দহের সলিল শুকায়েছে কবে-বন্দে আলী মিয়া)। ৫ ((আলঙ্কারিক)) সংকট (দয়ে পড়া)। দ পড়া (ক্রিয়া) জমি নেমে গর্ত হওয়া। দয়ে পড়া, দয়ে মজা (ক্রিয়া) ((আলঙ্কারিক)) বিপদে বা সংকটে পতিত হওয়া (যেন দ’য়ে মজে গিয়ে বাহ্যজ্ঞানশূন্য হয়ে গিয়েছেন-সৈয়দ মুজতবা আলী)। দয়ে মজানো (ক্রিয়া) ১ নদীগর্ভে বা অতল জলে ডুবিয়ে দেওয়া। ২ ((আলঙ্কারিক)) সর্বনাশ সাধন করা; সর্বস্বান্ত করা; বিপদে ফেলা। {(তৎসম বা সংস্কৃত) হ্রদ>(বর্ণবিপর্যয়ে)দহ};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ