শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

ঢিবি শব্দের বাংলা অর্থ ঢিপি, [ঢিপি, ঢিপি, ঢিবি, ঢিবি] (বিশেষ্য) ১ স্তূপ; কাঁড়ি (উই মাটির ঢিপি; স্থানে স্থানে ঢিপি, স্থানে স্থানে গর্ত-হাবীবুর রহমান)। ২ উচ্চস্থান। □ (বিশেষণ) ধুপসা; মোটা (এই ঢিবী বেহায়া মেয়ে রাতদিন ঘরে-বাইরে মুখনাড়া হাতনাড়া সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে পড়লেন-কাজী নজরুল ইসলাম)। ঢিপির মাকাল (বিশেষ্য) স্থূলতায় ঢিপি এবং অকর্মণ্যতায় মাকাল; স্থূলকায় ও অকর্মা। উই ঢিপি (বিশেষ্য) বল্মীক; উইয়ের স্তূপ। মাংসের ঢিপি (বিশেষ্য) মাংসের স্তূপ। □ (বিশেষণ) খুব মোটা। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ