শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

জেম্মা শব্দের বাংলা অর্থ জিম্মা, [,জিম্‌মা, জেম্‌মা] (বিশেষ্য) ১ হেফাজত; তত্ত্বাবধান; সংরক্ষণ; দায়িত্ব (বাক্‌সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া-সুকুমার রায়; আসামী আমার জিন্মায় আছে-মীর মশাররফ হোসেন)। ২ আয়ত্ত; অধিকার (তোর জিম্বা মোর পুরি, বিদ্যার মন্দিরে চুরি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ¨ (বিশেষণ) গচ্ছিত; ন্যস্ত। জিম্মাদার (বিশেষ্য) যার নিকট কোনো জিনিস গচ্ছিত রাখা যায় বা যার দায়িত্বে কোনো বস্তু রক্ষিত থাকে। জিম্মাদারি (বিশেষ্য) রক্ষনাবেক্ষণের দায়িত্ব (আফগানিস্থানের বাইরে নিয়ে যাবার জিন্মাদারি-সৈয়দ মুজতবা আলী)। জিন্মি (বিশেষ্য) মুসলিম রাষ্ট্রের অমুসলমান প্রজা; যাদের রক্ষণাবেক্ষণের ভার রাষ্ট্র গ্রহণ করবে (ঐ সকল অমুসলমান জিম্মী প্রজার উপর যা’দের আমরা আশ্রয় দিয়েছি-হবীবুল্লাহ বাহার)। ২ শর্ত আরোপ করে কোনো ব্যক্তি বা বস্তু আগলে রাখা। {(আরবি) যিম্মাহ};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ