শেয়ার করুন বন্ধুর সাথে
Sumya Akter

Call

ব্রণ ত্বকের একটি পরিচিত চিকিৎসাযোগ্য অসুখ। সাধারণত মুখমণ্ডলে ব্রণ হলেও বুকের উপরের অংশ, পিঠ, ঘাড়ে ব্রণ হতে পারে। ব্রণের সংক্রমণ হলে দীর্ঘস্থায়ী দাগ হয়।  ব্রণের সংক্রমণ প্রতিরোধ এবং দাগ দূর করতে দ্রুত এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। বয়ঃসন্ধিকালে মূলত ব্রণ হয়। ১২-২৫ বছর বয়সী কিশোর-কিশোরীরা ব্রণে আক্রান্ত হয়। প্রতি ১০ জনে ৮ জন মানুষে প্রাথমিক থেকে তীব্র কোন না কোন মাত্রার ব্রণ দেখা যায়। একবার ব্রণে আক্রান্ত হলে বেশ কয়েক বছর স্থায়ী হয়। ত্বকের সতেজতা এবং কমনীয়তা রক্ষা করে সেবাসিয়াস গ্রন্থি। সূক্ষ্ণ রোমকূপের মাধ্যমে ত্বকের নিচে অবস্থিত এসব গ্রন্থি থেকে নিঃসৃত তৈলাক্ত পদার্থ(সেবাম) ত্বকের উপরে আসে। যাদের ত্বক অপেক্ষাকৃত তেলতেলে তাদের ব্রণ হবার প্রবণতা দেখা যায়। জেনেটিক কারণে ব্যক্তিভেদে সেবাসিয়াস গ্রন্থির নিঃসরণ কম বেশি হতে পারে। বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে তৈলাক্ত পদার্থের(সেবাম) পরিমাণ বৃদ্ধি পায়। ধুলো-ময়লা, ত্বকের মৃত কোষ এবং অতিরিক্ত সেবাম জমে রোমকূপ বন্ধ করে ফেলে। জমে থাকা সেবামে ব্যাক্টেরিয়ার সংক্রমণের ফলে সেবাসিয়াস গ্রন্থি ফেটে ত্বকে প্রদাহ সৃষ্টি করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ