Sumya Akter

Call

বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়। জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খাওয়া মেয়েদের কাছে একটি সাধারন ব্যাপার, তাছাড়া মাসিক ঠিক করার জন্য ও অনেক সময় মেয়েরা পিল খায়। কিন্তু এই পিল সম্পর্কে মানুষের ধারণা খুব কম। একজন মেয়ের জন্য পিল কখনোই ভাল কিছু না বরং একটা মেয়েকে ধিরে ধিরে শেষ করতে এই পিলই যথেষ্ট।

কি কি সমস্যা হতে পারে পিল খেলেঃ

১) হার্ট হ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ৩৫ বছরের বেশি মহিলাদের কখনোই পিল খাওয়া উচিত না কারণ এতে হার্ট এট্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

২) পিলে লেভেনোগ্যাস্ট্রেল ও ৩০ মিলিগ্রাম ইস্ট্রোজেন থাকে, যেসব মেয়েদের মাইগ্রেন থাকে তারা যদি পিল কন্টিনিউ করে তাহলে তাদের স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে।

৩) উচ্চ রক্তচাপের একটি উল্লেখযোগ্য কারণ হল পিল সেবন।

৪) যারা বেশি পিল খায় তাদের ভেনাস থ্রোম্বোএম্বলিসম নামক রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৫) বেশি মাথা ব্যথা হয়।

৬) হতাশার একটি কারণ ও হল অতিরিক্ত পিল খাওয়া।

৭) খিটখিটে মেজাজ ও দেখা যায় পিল খাওয়ার কারণে।

৮) বমি বমি ভাব এবং বমি হয়।

৯) ব্রেস্টে অনেক ব্যথা হয়।

১০) যারা পিল খায় নিয়মিত তারা সেক্সের সময় তেমন আনন্দ পায় না।

১১) ওজন বেড়ে যায়।

১২) ৩ বছরের বেশি পিল খেলে তাদের গ্লুকোমা হয়।

সুতরাং যত কম পিল খাওয়া যায় একটা মেয়ের জন্য তা ততই মঙ্গলজনক। নিয়মিত না খেয়ে কিছুদিন গ্যাপ রেখে রেখে খেতে পারেন। খুব বেশি সমস্যা না থাকলে মেয়েদের উচিত পিল খাওয়া থেকে বিরত থাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jobedali

Call

পিল খেলে যেসব সমস্যা হতে পারে

  • বিষণ্নতা বা ডিপ্রেশনে ভুগতে থাকা
  • মাথা ব্যথা হওয়া
  • মেজাজ খিটখিটে হওয়া
  • বমি বমি ভাব এবং বমি হওয়া
  • ওজন বেড়ে যাওয়া
  •  চোখে দেখার অসুবিধা বা ঝাপসা দৃষ্টি
  • ব্রেস্টে ব্যথা
  • পিরিয়ডবিহীন ব্লিডিং
  • সেক্সুয়াল আগ্রহ কমে যাওয়া
  • পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া
  •  প্রতিদিন একই সময় পিল খেতে হয়
  • ৩ বছরের বেশি পিল খেলে গ্লুকোমা হয়
  • টেনশন
  •  তলপেটে ব্যথা
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ