Share with your friends
Jobedali

Call
PLC ব্লক ডায়াগ্রাম

PLC ব্লক ডায়াগ্রাম

ইনপুট ডিভাইস

  • সিলেক্টর বা পুশবাটন সুইচ
  • প্রক্সিমিটি সেন্সর
  • ট্রান্সডিউসার
  • এনালগ সেন্সর (RTD – Resistance Temperature Detector, থার্মোকাপল) ইত্যাদি

উপরের ডিভাইসগুলো সাধারণত পিএলসির ইনপুট হিসেবে ব্যবহার করা হয়।

সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

এটাই মূলত পিএলসির ব্রেইন বা মস্তিষ্ক। এই সিপিইউ তে প্রোগ্রাম দেয়া হয়ে থাকে। একজন অপারেটর এমনভাবে প্রোগ্রাম করে থাকেন যাতে ইনপুটের সুইচগুলোর সাহায্যে তিনি আউটপুটকে কন্ট্রোল করতে পারেন।

প্রোগ্রামিং ডিভাইস

এটা এমন একটি ডিভাইস যেখানে প্রোগ্রাম লেখা হয়ে থাকে যেমনঃ কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি।

পাওয়ার সাপ্লাই

বেশিরভাগ পিএলসিতে 24 VDC or 220 VAC পাওয়ার সাপ্লাই ব্যবস্থা থাকে।

আউটপুট

  • মোটর
  • হিটার
  • সলিনয়েড বাল্ব
  • ল্যাম্প ইত্যাদি।
Talk Doctor Online in Bissoy App