শেয়ার করুন বন্ধুর সাথে
Sumya Akter

Call

ব্যাংক কোম্পানি আইনের ১০৩ ধারায় বর্ণিত নির্দেশনা এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে আমানতকারী/আমানতকারীদের মৃত্যুর পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে রক্ষিত আমানতের অর্থ তার/তাদের মনোনীত নমিনি/নমিনিরাই পাবেন। তাই হিসাব খোলার সময় গ্রাহককে এক বা একাধিক নমিনি মনোনীত করতে হয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুসারে শুধু ব্যক্তিক হিসাবেই (একক ও যৌথ উভয় হিসাবে) নমিনি লাগে, অ-ব্যক্তিক (প্রাতিষ্ঠানিক) হিসাব খুলতে নমিনি লাগে না। নমিনির এক কপি ছবি (হিসাবধারী কর্তৃক সত্যায়িত) ও পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। হিসাব খোলার ফরমে নমিনিরও স্বাক্ষর প্রদান করার বিধান আছে, কিন্তু তা ঐচ্ছিক। নাবালক কাউকে নমিনি দিতে চাইলে নাবালক নমিনির পক্ষে একজন আইনগত অভিভাবকও মনোনীত করতে হবে এবং সেই অভিভাবকেরও পরিচিতিসংক্রান্ত কাগজপত্র, যেমন ছবি ও পরিচয়পত্রের ফটোকপি সরবরাহ করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ