শেয়ার করুন বন্ধুর সাথে

Call

হোমোসার্ক্যাল পুচ্ছ পাখনার (Homocercal caudal fin) শেষ প্রান্ত বিস্তৃত হয়ে দুটি সম খণ্ডে (lobe) বিভক্ত হয়। অর্থাৎ এর পৃষ্ঠ খণ্ড (Dorsal বা Epichordal lobe) ও অঙ্কীয় খণ্ড (Ventral বা Hypochordal lobe) সমান হয়ে থাকে। তবে বাহ্যিকভাবে উভয় খণ্ড সমান হলেও এ ধরণের পুচ্ছ পাখনায় মেরুদণ্ডের শেষ প্রান্ত (ইউরোস্টইল, Urostyle) উপরের দিকে বেঁকে যায়।

হোমোসার্ক্যাল পুচ্ছ পাখনা আবার কয়েক ধরনের হয়ে থাকে। যথা-

  1. ফর্কড (Forked): এর শেষ প্রান্ত দ্বিধাবিভক্ত হয়ে ফর্কড গঠন করে তবে ইউরোস্টাইল উপরের দিকে বাঁকানো থাকে, যা রুইজাতীয় মাছে দেখা যায়।
  2. লুনার (Lunar): এর শেষ প্রান্ত দ্বিধাবিভক্ত হলেও তা ফর্কড এর মত গভীর নয় এবং এক্ষেত্রে ইউরোস্টাইল অবলুপ্ত বা অনুপস্থিত, যা টুনা মাছে দেখা যায়।
  3. গোলাকার (Rounded): এর শেষ প্রান্ত দ্বিধাবিভক্ত না হয়ে গোলাকার হয়ে থাকে তবে ইউরোস্টাইল উপরের দিকে বেঁকে পাখনার শেষ প্রান্তে পৌঁছায়, যা Amia তে দেখা যায়)।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ