শেয়ার করুন বন্ধুর সাথে

Call

হেটেরোসার্ক্যাল পুচ্ছ পাখনার (Heterocercal caudal fin) শেষ প্রান্ত দ্বিধাবিভক্ত হয়ে একে এমন দুটি অসম খণ্ডে (lobe) বিভক্ত করে যার পৃষ্ঠ খণ্ড (Dorsal বা Epichordal lobe) অঙ্কীয় খণ্ডের (Ventral বা Hypochordal lobe e) চেয়ে বড় হয়ে থাকে। এ ধরণের পুচ্ছ পাখনায় মেরুদণ্ডের শেষ প্রান্ত উপরের দিকে বেঁকে যায় এবং পৃষ্ঠ খণ্ডের জুড়ে অবস্থান করে।

পটকা (Swim bladder) বিহীন, অঙ্কীয় মুখ (Ventral mouth) বিশিষ্ট তলবাসী (Bottom feeder) মাছে এধরণের পুচ্ছ পাখনা দেখতে পাওয়া যায়। আধুনিক এলাসমোব্রাঙ্ক (Elasmobranchs), বিলুপ্ত ডিপনিওন (Dipnoans) এবং জীবিত হোলোস্টিয়ানদের (Holosteans) এ ধরণের পাখনা দেখতে পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

উত্তর: উড়ন্ত বলাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ