আসলে গতানুগতিক অর্থে এটাই বুঝানো হয় যে, পড়ালেখা মানে হচ্ছে ভালো ফলাফল করা। পড়ালেখা শেষে ভালো একটা চাকরি পাওয়া এবং ভাল উপার্জন করে ভালো টাকা দেখানো।

বাস্তবিকপক্ষে এই ধরনের পড়াশোনা যে, পড়াশোনায় শুধুমাত্র ভালো ফলাফল করবে এবং শেষ একটি ভালো চাকরি পাবে এবং স্বাভাবিক একটি জীবন যাপন করবে, মানবকল্যাণে কি কোন কাজে আসে?

আমার মনে হয় আসে না এই পড়া লেখার মাধ্যমে শুধুমাত্র সার্টিফিকেট বা এক টুকরো কাগজ অর্জন সম্ভব হয় এবং জীবিকার একটা রাস্তা বের হয় মাত্র।

আসলে পড়ালেখা মানে ভালো একটা চাকরি এটাই পড়ালেখার কথা নয়। পড়ালেখার মূলকথা বা তাত্ত্বিক কথা হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করে নেয় নীতি বন এবং সঠিক মানুষ হওয়া।

এবার যাচাই করে দেখুন যে কত পার্সেন্ট উচ্চশিক্ষিত এবং মেধাবী লোক দুর্নীতির সাথে জড়িত?

প্রতিদিন পত্রিকা পড়েন, দেখবেন, বেশিরভাগ দুর্নীতিবাজরাই উচ্চশিক্ষিত উচ্চপদস্থ ছিলেন। ‌

তো আসলে এই পড়াশোনা তারা শুধুমাত্র এক টুকরো সার্টিফিকেট এবং একটা চাকরি যুগিয়েছেন। তাছাড়া বিদ্যার মাধ্যমে যে বুদ্ধি জ্ঞান অর্জন করা সেটা তারা অর্জন করতে অক্ষম হয়েছে।

ধন্যবাদ।

আমি শুধুমাত্র বাস্তবিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে দোষী করার জন্য নয় বা কোন পদ্ধতি কে ছোট করার জন্য নয়। এবং এগুলো আমার একান্তই ব্যক্তিগত মতামত মাত্র।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ