Rt

Call

আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর। যারা ধার্মিক তারা এই শব্দগুলো ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কোন প্রশংসা করা হলে থ্যাংক ইউ এর বদলে আলহামদুলিল্লাহ বলা হয়। এর পেছনের আইডিয়াটা হচ্ছে, আমি এই প্রশংসার সবটুকু আল্লাহ কে দিয়ে দিচ্ছি। আমাকে যা তুমি বললে, তার দাবিদার আমি না, আল্লাহ, যিনি এই মেধা, এই অবস্থানে আমাকে রেখেছেন এই প্রশংসিত কাজটুকু সম্পাদন করার জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আলহামদুল্লিলাহ অর্থ  হচেছ সমস্ত প্রশংসা এক মাত্র আল্লাহর 

জন্য।কোন কজে্ আলহামদুল্লিলাহ বললে, আল্লাহ সে কাজে নিয়ামত বাড়িয়ে দেন।অর্থাৎ এটা বলার কারনে আল্লাহর শুক্রিয়া আদায় হয়।আর সূরায়ে লোকমানে আল্লাহ বলেছেন, যে বান্দ শুক্রিয় আদায় করবে আমি তাকে নিয়ামত বড়ায়া দিব।আর যে নাশুক্রি করে আমি তাকে শাস্তি দিব।তাছাড়া এটা কোরআনের একটি শব্দ যার প্রতি হরফে১০টি করে নেকী পাওয়া যায়।তাই আমাদের উছিৎ কিছু স্হান ব্যাতিত সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করা।আল্লাহ আমাদের তাওফীক্ব দান করুন।আমীন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ