ইন্জিল শব্দটির অর্থ কি? প্রমাণসহ উল্লেখ করুন।
শেয়ার করুন বন্ধুর সাথে
  • ইনজিলঃ আরবি ভাষায়, বাইবেল বা খ্রিষ্টানদের ধর্মগ্রন্থের নাম। ইসলাম ধর্মমতে, হযরত ঈসা (আঃ)-এর উপর নাযিল হওয়া আসমানী কিতাব, যা খ্রিস্টধর্মে বাইবেল বা যীশুর গসপেল নামে পরিচিত। সাধারণ ধারণামতে, 'ইনজিল' এর পূর্ণরূপ এখন বিলুপ্ত। কারো কারো মতে, 'ইনজিল' এর আংশিক রূপ বর্তমান New Testament বা Gospel (উইকিপিডিয়া)।
  • 'New Testament' শব্দের অর্থঃ
  1. নববিধান।
  2. বাইবেলের ভাগ।
  • 'Gospel' শব্দের অর্থঃ
  1. অভ্রান্ত বাক্য।
  2. ধ্রুব সত্য।
  3. অবশ্যপালনীয় আদেশ।
  4. অকাট্য সত্য।
  5. দৃঢ়ভাবে প্রচারিত নীতি।
  6. দৃঢ়ভাবে প্রচারিত নিয়ম।
  • (বাংলা ইংরেজি ডিকশনারী)। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ