Share with your friends
Call

 ডিকশনারির মধ্যে ওয়ালটন শব্দটির তিনটি শর্ত দেয়া আছেঃ 1। আর্নেস্ট টমাস সিনটন। 1903-95, আইরিশ পদার্থবিদ । তিনি স্যার জন ককক্রফ্টের সাথে পারমাণবিক নিউক্লিয়াসের প্রথম কৃত্রিম রূপান্তর (1932) তৈরি করতে সফল হন , যার সাথে তিনি পদার্থবিদ্যার জন্য নোবেল পুরষ্কার ভাগ করেছিলেন 1951 2। Izaak ( aɪzək )। 1593-1683, ইংরেজি লেখক, শ্রেষ্ঠ জন্য পরিচিত Compleat এ্যাঙ্গলার (1653; বৃহদাকার 1676) 3। স্যার উইলিয়াম ( টার্নার ) 1902–83, ইংরেজি সুরকার। তাঁর কাজ অন্তর্ভুক্ত ফার্সী Cadè (1923), একটি সেটিং এর বিদ্রুপাত্মক আয়াত এডিথ দ্বারা Sitwell , ভায়োলা গানবিষয়ক (1929), এবং অর্কেস্টার সঙ্গে একক বা সমবেত কণ্ঠে গাইবার জন্য রচিত সংগীত বেল্শৎসর এর ফিস্ট (1931)

Talk Doctor Online in Bissoy App

'Wallton' শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। 'Wall' শব্দের অর্থ 'নিরাপত্তার ব‍্যবস্থা' আর 'Ton' শব্দের অর্থ 'প্রচুর পরিমাণ'। সুতরাং, 'Wallton' শব্দের অর্থ 'প্রচুর পরিমাণ নিরাপত্তার ব‍্যবস্থা'। আর 'Wallton' থেকেই সম্ভবত 'Walton' শব্দটির উদ্ভব। ফোনেটিক ভাষায় 'Walton' এর অনুবাদ 'ওয়ালটন', যেমন 'Nokia' এর অনুবাদ 'নোকিয়া'। যাইহোক 'Walton' শব্দের যথার্থ অর্থ কী? এটা 'ওয়ালটন' কোম্পানীই ভালো বলতে পারবে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App