কিছু কিছু ছেলে দেখি নামের আগে Farabi ব্যাবহার করে এর কারনটা কি? আর Farabi শব্দের অর্থ কি?
Share with your friends

ফারাব হচ্ছে ইরানের খোরাসান শহরের একটি জায়গার নাম।

সেখানকার অধিবাসীদের ফারাবী বলা হয়।
যেমন,
আল-ফারাবী: প্রখ্যাত মুসলিম দার্শনিক, বিজ্ঞানী, মহাবিশ্বতত্ত্ববিদ, যুক্তিবিদ ও সুরকার। তিনি ইরানের খোরাসানের ঐ 'ফারাব' নামক জায়গায় জন্মগ্রহণ করেন, তাই তাকেও সেখানকার অধিবাসীদের মতো ফারাবী বলা হয়।
ভাই, ফারাবী নামটি সম্পর্কে এর বেশিকিছু কোথাও পাওয়া যায় নি। তাই, যতটুকু দিতে পেরেছি, আশা করি তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। শেখ, ফারাবী, মাক্কী, মাদানী এগুলো মানুষের বংশ পরিচয় বহন করে। তাই, নামের আগে বা পরে এগুলো সংযুক্ত করে ব‍্যবহার করা যেতে পারে। ধন‍্যবাদ আপনাকে।
https://www.bissoy.com/806109/
Talk Doctor Online in Bissoy App
Habib96

Call

ফারাব (ﻓﺎﺭﺍﺏ ) হচ্ছে ইরানের খোরাসান শহরের একটি জায়গার নাম ৷ 

আর এখানকার অধিবাসীদের ফারাবী (ﻓﺎﺭﺍﺑﯽ ) বলা হয়। যেমন: বিখ্যাত মনিষী (ﺍﺑﻮ ﻧﺼﺮ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﻓﺎﺭﺍﺑﯽ আবুু নছর মুহাম্মাদ বিন মুহাম্মাদ ফারাবী)

Talk Doctor Online in Bissoy App