শেয়ার করুন বন্ধুর সাথে

একধরণের প্রোগ্রাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jobedali

Call

কমপিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম। কমপিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কমপিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কমপিউটারকে অচল করে দেয়। ভাইরাস হল এমন একটি প্রােগ্রাম যা একটি ধ্বংসকারী/সন্ত্রাসী হিসেবে নিজেকে ( অর্থাৎ এর “এক্সিকিউটেবল” অংশকে ) অন্যান্য প্রােগ্রামের সাথে সেটে দিয়ে এর সংক্রমণ ঘটায় এবং পর্যায়ক্রমে এর ধ্বংসযজ্ঞের বিস্তৃতির নিশ্চয়তা বিধান করে। প্রকারান্তরে এ সংক্রমিত প্রােগ্রামগুলাে ভাইরাসের হয়ে অন্যান্য অসংক্রমিত প্রােগ্রামগুলােতে সংক্রমন ঘটায়। যার ফলে প্রথমােক্ত প্রােগ্রামগুলাে মূল ভাইরাসের হয়ে অন্যান্য ভাল প্রােগ্রামগুলােতে সংক্রমন ঘটায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ