কত পয়েন্ট লাগবে এটা নির্ভর করবে আপনি কোন কলেজে পড়তে চাচ্ছেন তার উপর/আদেনকৃত বিভাগ এর উপর। জেলা পর্যায়ের বেসরকারি কলেজগুলোতে ৯ পয়েন্ট নিয়েও অনেক সময় চান্স হয় না। আপনার উপজেলা পর্যারের বেসরকারি কলেজ গুলোতে ৬ পয়েন্ট নিয়েও হয়ে যায়। আপনার জিপিএ খুবই কম তাই আপনার উচিৎ উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজে আবেদন করা এতে চান্স পাওয়ার সম্ভবনাটা বেড়ে যাবে।  

 

অতবে আবেদন করার জন্য ৭.০০ এর উপরে পয়েন্ট পাওয়া লাগবে।কিংবা ৭.০০ হলে ও হবে।তা হল, এস.এস.সি ও এইচ.এস.সি'র মোট জিপিএ।অাপনি যার কথা বলছেন সে হয়ত না ও পেতে পারে।ভাগ্যক্রমে পেতে ও পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ