শেয়ার করুন বন্ধুর সাথে
Call

 

নিম্নে বাংলাদেশ সেনা বাহিনীর পদানুসারে পদচিহ্ন দেওয়া হল:

 

কমিশন্ড অফিসার,

জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও),

নন-কমিশন্ড অফিসার (এনসিও)

এবং সৈনিক পদবী আছে ।

 

অফিসারদের প্রথম শ্রেণীর:

 

# জেসিও (WO-MWO) প্রথম শ্রেণী (নন-ক্যাডার),

# এনসিও (সার্জেন্ট) দ্বিতীয় শ্রেণী

# এবং অন্যান্যরা তৃতীয় শ্রেণীর মর্যাদা এবং পদবী অনুযায়ী বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে।

 

চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমীতে (বিএমএ) অফিসার পদ প্রদান করা হয়:

 

#লেফটেন্যান্ট,

# ক্যাপ্টেন,

# মেজরদেরকে জুনিয়র অফিসার বলা হয়।

 

অপরদিকে মেজর জেনারেল,

লেফটেন্যান্ট জেনারেল পদবীধারী ব্যক্তিদেরকে সংক্ষেপে জেনারেল বলা হয় যদিও শুধু জেনারেল নামের আরও একটি পদমর্যাদা আছে আর ব্রিগেডিয়ার জেনারেলদেরকে সংক্ষেপে ব্রিগেডিয়ার বলা হয় যদিও এ পদবীতে জেনারেল অনুসর্গ আছে ।

 

 

 

পুলিশের সকল বিভাগের পদমর্যাদা:

 

জাতীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগণ:

#পুলিশের মহাপরিদর্শক/ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (আইজিপি)

#পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক/এডিশনাল ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি)

#ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (ডিআইজি)

# এডিশনাল ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল ডিআইজি)

# সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি)/এ্যাসিস্টেন্ট ইন্সপেকটর জেনারেল অব পুলিশ (এআইজি,

# সদর দপ্তরের ক্ষেত্রে)/স্পেশাল সুপারিনটেন্ডেন্ট (এসএস, এসবি এবং সিআইডিতে),

# সুপারিনটেন্ডেন্ট অব রেলওয়ে পুলিশ (এসআরপি, রেলওয়ে পুলিশের ক্ষেত্রে)

# এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এডিশনাল এসপি)

# সিনিয়র এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (সিনিয়র এএসপি)

#এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এএসপি)

 

 

 

মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণের পদবীসমূহ:

 

# পুলিশ কমিশনার

# এডিশনাল কমিশনার অব পুলিশ

# জয়েন্ট কমিশনার অব পুলিশ

# ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসি)

# এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ (এডিসি)

# সিনিয়র এ্যাসিস্ট্যান্ট  কমিশনার অব পুলিশ (সিনিয়র এসি)

# এ্যাসিস্ট্যান্ট  কমিশনার অব পুলিশ (এসি)

 

 

নিরস্ত্র শাখা:

 

# ইনস্পেকটর অব পুলিশ

# সাব-ইন্সপেকটর (এস আই)/টাউন সাব ইন্সপেকটর (টিএসআই)

# এ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি)

# কনস্টেবল

 

 

ট্রাফিক বিভাগ:

 

# ট্রাফিক ইন্সপেকটর (টিআই)

# সার্জেন্ট/টাউন সাব-ইন্সপেকটর (টিএসআই)

# এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি)

# ট্রাফিক কনস্টেবল

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পুলিশের সকল বিভাগের পদমর্যাদা 

* ট্রাফিক বিভাগ

 

—ট্রাফিক ইন্সপেকটর (টিআই)

 

—সার্জেন্ট/টাউন সাব-ইন্সপেকটর (টিএসআই)

 

—এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি)

 

—ট্রাফিক কনস্টেবল

 *নিরস্ত্র শাখা

 

—ইনস্পেকটর অব পুলিশ

 

—সাব-ইন্সপেকটর (এস আই)/টাউন সাব ইন্সপেকটর (টিএসআই)

 

—এ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেকটর (এএসআই)/আন আর্মড হেড কনস্টেবল (এইচসি)

 

—কনস্টেবল

 * মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণের পদবীসমূহ

 

—পুলিশ কমিশনার

 

—এডিশনাল কমিশনার অব পুলিশ

 

—জয়েন্ট কমিশনার অব পুলিশ

 

—ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসি)

 

—এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ (এডিসি)

 

—সিনিয়র এ্যাসিস্ট্যান্ট  কমিশনার অব পুলিশ (সিনিয়র এসি)

 

—এ্যাসিস্ট্যান্ট  কমিশনার অব পুলিশ (এসি)

*জাতীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগণ

 

—পুলিশের মহাপরিদর্শক/ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (আইজিপি)

 

—পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক/এডিশনাল ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি)

 

—ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (ডিআইজি)

 

—এডিশনাল ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল ডিআইজি)

—সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি)/এ্যাসিস্টেন্ট ইন্সপেকটর জেনারেল অব পুলিশ (এআইজি, সদর দপ্তরের ক্ষেত্রে)/স্পেশাল সুপারিনটেন্ডেন্ট (এসএস, এসবি এবং সিআইডিতে),

 সুপারিনটেন্ডেন্ট অব রেলওয়ে পুলিশ (এসআরপি, রেলওয়ে পুলিশের ক্ষেত্রে)

 

—এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এডিশনাল এসপি)

 

—সিনিয়র এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (সিনিয়র এএসপি)

 

—এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এএসপি)

সেনাবাহিনীর পদমর্যাদা 

 কমিশন্ড অফিসার (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার)

সেকেন্ড লেফটেন্যান্ট

লেফটেন্যান্ট 

ক্যাপ্টেন 

মেজর

লেফটেন্যান্ট কর্নেল

কর্নেল

ব্রিগেডিয়ার জেনারেল

মেজর জেনারেল

লেফটেন্যান্ট জেনারেল

জেনারেল

জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)

ওয়ারেন্ট অফিসার

সিনিয়র ওয়ারেন্ট অফিসার

মাস্টার ওয়ারেন্ট অফিসার

এনসিও পদমর্যাদাসমূহ (সার্জেন্ট দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা)

সৈনিক

ল্যান্স কর্পোর‍্যাল

কর্পোর‍্যাল

সার্জেন্ট

কম্পানি/ব্যাটারি কোয়ার্টারমাস্টার সার্জেন্ট (সার্জেন্টের নিয়োগ)

কম্পানি /ব্যাটারি সার্জেন্ট মেজর (সার্জেন্টের নিয়োগ)

ব্যাটেলিয়ন/রেজিমেন্ট কোয়ার্টারমাস্টার সার্জেন্ট (সার্জেন্টের নিয়োগ)

ব্যাটেলিয়ন/রেজিমেন্ট সার্জেন্ট মেজর (সার্জেন্টের নিয়োগ)

* সূত্র ঃ উইকিপিডিয়া

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ