আমার বয়স ২৫ । আমার ১ দিন পর পর গ্যাসের ঔষধ খাওয়া লাগে । খাবার খাওয়ার ১/২ ঘন্টা পর হজম না হয়ে আস্তে আস্তে তলপেটে ফেঁপে ওঠে। হজম শক্তি অনেক দূর্বল তাই বেশি ভারী খাবার খেতে পারি না। খাবার খেয়ে কিছুক্ষণ পর শুয়ে থাকতে গেলে উপরের দিকে আসবে এমন মনে হয়, বুক ভার হয়ে যায়। শরীর সবসময় ক্লান্ত থাকে। ওজন (৩৯) অনেক কমে গেছে । অনেক রকম পরিক্ষা করিয়েছি কিন্তু কোনো রোগ ধরা পড়ে নি। ঔষধ খেলে একটু কম থাকে আর না খেলে আবার যা তাই। এখন কি করতে পারি?? দয়াকরে জানাবেন প্লিজ।


শেয়ার করুন বন্ধুর সাথে