জীবনের প্রথমবার মিলন করার ২০ দিন পর অর্থাৎ মাসিকের সাভাবিক ডেট এর ৭ দিন পর পেট ব্যাথা বমি ভাব মাথাব্যাথা ক্লান্তি লক্ষণ রয়েছে মাসিক হচ্ছেনা।মিলনের সময় কনডম ব্যাবহার করা হয়েছিলো।একবার মিলনের পর কনডম চেঞ্জ করে কিছুক্ষণ পর আবার কনডম দিয়ে মিলন করা হয়েছে। এক্ষেত্রে কি মাসিক দেরিতে হওয়া সাভাবিক? নাকি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে? বা কনডম চেঞ্জ করার সময় হাতের সংস্পর্শে কি বীর্য যোনির ভিতরে গিয়ে প্রেগনেন্ট হতে পারে? তাছাড়া বীর্জপাতের সময় পেনিস যোনির বাইরেই ছিলো।


শেয়ার করুন বন্ধুর সাথে