৭০% মহিলা কোন না কোন সময়ে তাদের জীবনে স্তন ব্যথা অনুভব করতে পারে।


হরমোন ভারসাম্যহীনতাঃ-

  • ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মধ্যে হরমোন ভারসাম্যহীনতার (hormonal imbalance) কারনে স্তনে ব্যথা হয়।
  • হরমোনগুলির মাত্রা ওঠানামা করলে দুধের নলগুলির আকার বাড়ে বা কমে যায়, যার ফলে স্তনে ব্যথা হয়।
  • মাসিকের আগে এবং পরে।
  • মেনোপজের আগে এবং মেনোপজের পরে হরমোনের চিকিৎসা নিলে।

 
অন্যান্য কারণঃ-

  • স্তনে আঘাত পেলে।
  • স্তনে সিস্ট হলে (ফাইব্রোসিস্টিক চেইঞ্জ)।
  • স্তনে ফোড়া/ইনফেকশন।
  • ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া (যেমন গর্ভনিরোধক বড়ি)।
  • সঠিক অন্তর্বাস ব্যবহার না করলে।
  • শিশুকে বুকের দুধ না খাওয়ালে বা দুধ জমাট হয়ে থাকলে।




শেয়ার করুন বন্ধুর সাথে