৮ জুলাই পিরিয়ড হয় এবং ১৬ জুলাই মেকাউট হয়!! সে প্যান্ট পড়া ছিলো। ৩ আগস্ট থেকে পিরিয়ড শুরু হয় এবং মাঝারি রক্তপাত হয়!! তখন আমার জ্বর ছিলো, টানা ৭ দিন ১৪ টি এন্টিবায়োটিক খাই আমি। তারপর ১৩ সেপ্টেম্বর পিরিয়ড শুরু হয়। কিন্তু ১৪ তারিখ সাদাস্রাব দেখাতে রাত ১২ টায় প্রেগ্ন্যাসি টেস্ট করলে নেগেটিভ আসে। ১৫ তারিখ রাত থেকে ব্লিডিং শুরু হয়। তারপর ব্লিডিং বাড়তে থাকে৷ বড় প্যাড ফুল হয়ে যাওয়ার মতো ব্লিডিং হয় ৩ দিন তারপর যথারীতি কমতে থাকে। এখন কি কোনোভাবে প্রেগ্ন্যাসির সম্ভাবনা রয়েছে?
শেয়ার করুন বন্ধুর সাথে