আমার 10 মাসের একটা ছেলে আছে এখন সে যদি আমার শরীরে প্রসাব করে দেয় তাহলে কি নামাজ পড়া যাবে না দয়া করে একটু জানাবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Ms 123

Call
ওই অবস্থায় নামাজ আদায় হবে না, 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
শরীরে প্রসাব বলতে যদি কাপড়ে হয় তাহলে কাপড় পরিবর্তন বা ধুয়ে নামাজ আদায় করতে পারবেন। 

★যদি খালি গায়ে থাকেন কোন জামা কাপড়ে প্রসাব না লাগে তাহলে তিনবার বিসমিল্লাহ বলে শরীরে যেখানে প্রসাব লেগেছে ধুয়ে নামাজ পড়তে পারবেন।


★★:প্রসাব লাগলে শুধুমাত্র প্রসাব লাগা স্থান নাপাক হয় তাই ততটুকু ধৈত করা যথেষ্ট

~ রুদ্দুল মুহতার
~ ফতোয়ায়ে শামী
~ আল হিদায়া
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ