টেস্টটিউব বেবি নিতে খরচ কত হয়


বাংলাদেশে এর জন‍্য দুই থেকে তিন লাখ টাকার মতো খরচ হতে পারে। এর থেকে সামান‍্য কম বা বেশীও হতে পারে তা চিকিৎসার উপর নির্ভর করে।
ইউরোপীয় দেশগুলোতে টেস্টটিউব বেবির খরচ বাংলাদেশী টাকায় প্রায় ৮-১০ লক্ষ টাকা।
আমেরিকায় এই খরচ প্রায় ১০-১২লক্ষ টাকা।


টেস্টটিউব বেবি জন্ম সফলতার হার


বাংলাদেশে টেস্টটিউব বেবির সফলতার হার প্রায় ৩০-৪০%। যেসব দেশগুলো চিকিৎসা ক্ষেত্রে আরো উন্নত সেসব দেশগুলোর এই হার ৪০-৪৫% হয়ে থাকে। কিন্তু নারীদের বয়সের সাথে এই হার অনেকটাই সম্পর্কিত। বয়স বাড়ার সাথে সাথে এই হার কমতে থাকে। ৪৩ বছর বয়সের পর এই হার একদম কমে যায় বলা যায়। ৪৩ বছর বা তার চেয়ে বেশী বয়সের নারীদের ক্ষেত্রে সফলতার হার মাত্র ৫% হয়ে থাকে।

৩৮-৪০% বয়সী নারীদের ক্ষেত্রে এই হার ২১%
৩৫-৩৭ বছর বয়সী নারীদের ক্ষেত্রে ৩১%
৩৪ বছর বা তার চেয়ে কম বয়সী নারীদের ক্ষেত্রে ৪০%


আপনি প্রাপ্ত বয়ষ্ক হলে নিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App