Call
প্রয়োজন ছাড়া অতিরিক্ত সময় কম্পিউটার ব্যবহার করাকে কম্পিউটার আসক্তি বলা হয়। আজকাল শিশু ছেলে মেয়েরাসহ বয়স্ক ব্যক্তিরা কম্পিউটার আসক্তিতে আক্রান্ত হচ্ছে। একজন যখন তার মা বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনকে সময় না দিয়ে সেই সময়টাও কম্পিউটারের পেছনে ব্যয় করে তখন বুঝতে হবে তার কম্পিউটারে আসক্তি জন্মেছে। কম্পিউটার আসক্তি মারাত্মক ক্ষতিকর বিশেষ করে কাজ কর্মে ক্ষতি, লেখাপড়ায় সমস্যা, মানসিক বিকাশ বাধাগ্রস্থ ইত্যাদি। এ আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে আনন্দ পাওয়া শিখিয়ে দিতে হবে— সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে খেলাধুলা। কতক্ষণ সে কম্পিউটার ব্যবহার করবে নির্ধারণ করে দেওয়া। মাঝেমাঝে সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া। মজার মজার গল্পের বই কিনে দেওয়া এবং নিয়মিত তাকে যথাযথভাবে পর্যবেক্ষণ করলে কম্পিউটার আসক্তি থেকে রক্ষা পাবে। মনে রাখতে হবে— কম্পিউটার খুব চমৎসার একটা যন্ত্র। আমরা সেটাকে ব্যবহার করব, কিন্তু সেটা যেন কখনো আমাদের ব্যবহার না করে।
Talk Doctor Online in Bissoy App