Share with your friends
Md Jahin

Call
কোন সেটের অন্তর্গত প্রতিটি বিষয় বা বস্তুকে ঐ সেটের একেকটি উপাদান বলা হয় । যেমন- A = {a, b,c d, e} হলে, a বা b বা c ইত্যাদি প্রত্যেকে A সেটের একেকটি উপাদান । কোন উপাদানটি কোন সেটের অন্তর্ভুক্ত তা নির্দেশ করার জন্য ∈ চিহ্নটি ব্যবহৃত হয় । উপরোক্ত সেটে b হল A সেটের একটি উপাদান, যা b ∈ A আকারে লেখা হয় । একইভাবে- c ∈ A, c হল A সেটের উপাদান; g ∉ A, g বর্ণটি A সেটের উপাদান নয়; a ∈ A, a হল A সেটের উপাদান , ইত্যাদি । সসীম সেট (Finite set) = যে সেটের ‍উপাদান সংখ্যা সুনির্দিষ্ট থাকে এবং উপাদানগুলোকে গণনা করা যায়, তাকে বলা হয় সসীম সেট, যেমন-- A = {1, 2, 3, 4, 5} B = {a, b, c, d} ইত্যাদি সসীম সেট ।
Talk Doctor Online in Bissoy App