Call
আইয়ামে জাহেলিয়া বলতে অন্ধকার যুগকে বোঝানো হয়েছে। আরব ভূমিতে ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছিল। ইসলাম- পূর্ব যুগে শতাব্দীকাল সমগ্র আরব এলাকা অপসংস্কৃতি, অজ্ঞতা, বর্বরতা, হত্যা, খুন, রাহাজানি, অত্যাজার- অনাচার, যুলুমের তিমির অমানিশায় আচ্ছন্ন হয়েছিল। ঐতিহাসিক খোদাবখসের মতে, “মদ, জুয়া ও নারী- এ তিনটি ছিল জাহেলি যুগে আরবদের নিত্যনৈমিত্তিক বস্তু।” মদ ও নর্তকি ছাড়া তাদের জীবন কল্পনাও করা যেত না। ইতিহাসে এ সময়কে অজ্ঞতা বা আইয়ামে জাহেলিয়া নামে অখ্যায়িত করা হয়েছে।
Talk Doctor Online in Bissoy App