Share with your friends
Call
পৃথিবীর উপরিভাগকে অশ্মমণ্ডল বা শিলামণ্ডল বলে। এটি ভূঅভ্যন্তরের উপরের অংশ। এর গভীরতা ৬০ কিমি, ঘনত্ব ২.৯, আপেক্ষি গুরুত্ব ২-৩ এবং সর্বোচ্চ তাপমাত্রা ১০০০ সেলসিয়াস। প্রকৃতপক্ষে এটি ভূমণ্ডলের খাড়া অংশ যা অ্যাসথেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে। সমগ্র অশ্মমণ্ডলে সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (mg) এর প্রাধান্য থাকায় বিজ্ঞানীরা এই মণ্ডলকে সিমা। (Sima) নামে অভিহিত করেছেন।
Talk Doctor Online in Bissoy App