Share with your friends
Call
নিরক্ষরেখার দুদিকে অর্থাৎ উত্তরে ২৩ ১০২ উত্তর অক্ষাংশ থেকে ২৩ ১০২ দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত স্থানকে উষ্ণম-ল বলা হয়। এ অঞ্চলে বছরের অধিকাংশ সময় সূর্যরশ্মি প্রায় খাড়াভাবে পড়ে এবং কোনো সময়ই দিন ও রাত্রির দৈর্ঘ্যরে মধ্যে খুব বেশি পার্থক্য হয় না। এ অঞ্চলটির উত্তর সীমায় কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণ সীমায় মকরক্রান্তি রেখায় অবস্থিত। অঞ্চলটির বার্ষিক গয় উষ্ণতার পরিমাণ হলো ২৪° সে.।
Talk Doctor Online in Bissoy App