Call
‘সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে’ – এটি সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণজনিত অনুপপত্তি। যখন সবাই মিলে কোনো একটি ভুল করে, তখন তাকে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ বলে। যেমন, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। বাস্তবে সূর্য স্থির, পৃথিবী ঘূর্ণায়মান । আমরা সবাই মিলে এ ভুল করি বলে একে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ বলে।
Talk Doctor Online in Bissoy App