Call
সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা ঊ বাক্যের দুটি পদই ব্যাপ্য হয়। সার্বিক যুক্তিবাক্য হওয়ার জন্য এর উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। আবার নঞর্থক যুক্তিবাক্য হওয়ার জন্য এর বিধেয় পদও ব্যাপ্য হয়। যেমন- ‘কোনো মানুষ নয় অমর’ এ যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ ‘মানুষ’ এবং বিধেয় পদ ‘অমর’ উভয়ই সমগ্র ব্যক্ত্যর্থসহ উপস্থাপিত হয়েছে। সুতরাং, সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য।
Talk Doctor Online in Bissoy App