Call
হিসেবে বিবেচিত হয়। যদি কোনো ক্ষেত্রে শর্তসাপেক্ষে পূর্ববর্তী বিষয়টি কারণ হিসেবে চিহ্নিত হয় তাহলে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি সৃষ্টি হয়। যেমন- রাতের পর দিন আসে, এটি একটি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। এক্ষেত্রে যদি সিদ্ধান্ত নেয়া হয় যে, রাত হলো দিনের কারণ তবে সেক্ষেত্রে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটতে পারে।
Talk Doctor Online in Bissoy App