Call
বাণীকণ্ঠকে কেন লোকে নিন্দা করতে শুরু করে? উত্তর: সুভার বিয়ে না দেওয়ায় লোকে বাণীকণ্ঠকে নিন্দা করতে শুরু করে। সুভা বাণীকণ্ঠের তৃতীয় মেয়ে। সুভা বোবা হওয়ায় তার বিয়ে দিতে অসুবিধা হচ্ছিল। অন্যদিকে সুভার বয়স বাড়ছিল, তবু তার বাবা তাকে বিয়ে দিতে পারছিলেন না। এ কারণে সবাই বাণীকণ্ঠকে নিন্দা করতে শুরু করেছিল। তার ওপর বাণীকণ্ঠ আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন, তারা দুবেলা মাছ-ভাত খেতে পারতেন বলে তার শত্রুরও শেষ ছিল না। গ্রামের লোকজন তাদের একঘরে করারও গুঞ্জন তোলে।
Talk Doctor Online in Bissoy App