Amar Bachar boyos 3 month’s running. O buker dudh pacchilo na bole nan 1 formula 1 bar dichilam akhon o prochur bomi korche .. buker dudh o khauar sathe sathe bomi kore dicche Ki korbo akhon 


Share with your friends

দ্রুত শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।


হতে পারে ফরমুলা দুধের পরিমাণ, তৈরী এর পর সঠিক তাপমাত্রা এবং অন্য কোন সমস্যা এর জন্য বমি হয়ে থাকতে পারে। এমন গ্যাস এর সমস্যা এর জন্যও বমি হতে পারে।

Talk Doctor Online in Bissoy App
বিশেষ কোনো কারণ না থাকলে কখনোই বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়ানো উচিত না। যেহেতু বাচ্চা বারবার বমি করছে তাই প্রথমে বাচ্চার খাবার পরিমাণটা ঠিক হচ্ছে কিনা সেটি জানাটা জরুরী, যদি পরিমাণ ঠিক থাকে তাহলে প্রস্তুত প্রণালীতে কোন সমস্যা আছে কিনা সেটিতে মনোযোগ দিতে হবে, যদি তাতে সমস্যা না থাকে তাহলে ফুড পয়জনজনিত কোন সমস্যা হচ্ছে কিনা সেটি নির্ণয় করতে হবে। এছাড়াও অনেক সময় পাকস্থলী ও ক্ষুদ্রান্তের মেডিসিন ও সার্জিক্যাল রোগের কারণে এরূপ বমি হতে পারে। সঠিক কারন নির্ণয় করা গেলে সঠিক রূপে চিকিৎসা পরামর্শ ও সমাধান দেওয়া যাবে। ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App