চিকিৎসক ছাড়া সাধারণ মানুষের কাছে সব চর্ম সমস্যাই প্রায় এক ই রকমের মনে হয়,,, ওষুধের দোকানদার রাও তেমনি সাধারণ মানুষ ই,তারা শুধু ওষুধের নাম আর তার কিছু কাজ জানে,এর বেশি এক ই রকম দেখতে চর্মের যে কয়েকশ সমস্যা হতে পারে সেটা তাদের জানা নেই,,, সাধারণ মানুষ তাদের থেকেই বিভিন্ন ওষুধ ও মলম দিয়েই প্রথম প্রথম লাগায়,কিন্তু সঠিক ডায়াগনোসিস ও ডোজের অভাবে এই সমস্যা বারবার ফিরে আসে অথবা ওষুধ গুলো রেজিস্টান্ট হয়ে যায়,ফল স্বরুপ রোগীর বিশাল ভোগান্তি,,, যার সমস্যা হয় সেই বোঝে এর পর, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোন মলম দেয়া উচিত না,বিশেষ করে রাস্তার টাইগার,গাইগার,এই সেই এগুলো দিয়ে সর্বনাশ ছাড়া আর কিছুই হয়না,,, তাই ডাক্তার দেখান,ভালো থাকুন,,,
শেয়ার করুন বন্ধুর সাথে