Call

বিবাহ পরবর্তী সময়ে বাসর রাতে স্বামী-স্ত্রীর প্রথম সাক্ষাতে উভয়ে স্বামী তার স্ত্রীকে নিয়ে জামাআতের সহিত দুই রাকাআত নামাজ আদায় করতে হয়। এই নামাজ নফল তবে অনেক আলেম এই দু রাকাআতকে মুস্তাহাব বলেছেন।

সুতরাং এই নামাজে ইকামত দেওয়া লাগবে না। হজরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রী স্বামীর কাছে গেলে স্বামী দাঁড়িয়ে যাবে এবং স্ত্রী তার পেছনে দাঁড়াবে। অতঃপর তারা একসঙ্গে দুই রাকাআত নামাজ আদায় করবে।

নামাজের সময়টি যদি রাতের বেলা হয় তবে কেরাত একটু উচ্চ স্বরে পড়বে আর যদি দিনের বেলা হয় তবে নিম্ন স্বরে পড়বে। সুতরাং আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে দুই রাকাআত নফল নামাজ পড়বেন।

রেফারেন্সঃ মুসান্নাফে ইবনে আবি শায়বা ৩/৪০০-৪০১, মুসান্নাফে আবদুর রাযযাক ৬/১৯২)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ