mahfuz08

Call

ইসলামী শরীয়াতের ৩য় উৎস হল ইজমা। এটি শরীয়াতের অকাট্য দলীল স্বরুপ।এর উপর আমল করার সকলের জন্য জরুরী।

ইজমার শব্দটি জামউন শব্দ হতে এসেছে যার অর্থ হল সংগ্রহ,একত্রীকরণ ইত্যাদি।ঈজমার শব্দটির আভিধানিক অর্থ হল সন্নিবেশন করা,একত্রীত করা,জমা করা, মতৈক্যে পৌছা, একমত পোষণ করা ইত্যাদি।

পারিভাষিকভাবে বলা যায় যে, কোন বিষয় মুসলিমদের ভিতর মতৈক্যকে ইজমা বলা হয়।
মোল্লা জিউন বলেন, “মুহাম্মদ(সাঃ) এর উম্মাতের মধ্য হতে একই যুগের সকল পূণ্যবান মুজতাহিদগণের কোন বক্তব্যমূলক বিষয় একমত হওয়া হল ইজমা।”

ইমাম আবূ হানীফা(রঃ)বলেন“শরীয়াতের কোন হুকুমের ব্যাপারে একই যুগের সকল মুজতাহিদদের একমত হওয়াকে ইজমা বলে।”

সূত্রঃ http://islamithink.blogspot.com/2013/08/blog-post_8370.html

 

Talk Doctor Online in Bissoy App