শেয়ার করুন বন্ধুর সাথে
Sumya Akter

Call

বিয়োজন বলতে বাদ দেয়া বুযায়। সমান চিহ্নের উভয় পাশ থেকে কোনো কিছু বিয়োগ করা হলে তবে গনিতের ভাষায় সেটি বিয়োজন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য । আসলে নারীদের প্রতি মাসেই নির্দিষ্ট সময়ে তাদের ওভূলেশণ(ডিম্বপাত)হয়ে থেকে  যা নারীর তার মাসিক চক্রের মাঝে মাঝি সময়ে এই ডিম্বাপাত হয়ে থাকে।।

আর  আপনার ডিম্বপাত হয়েছে কিনা বা কখন হয়েছে তা জানতে বা বুঝার জন্য দিম্বপাতের বিশেষে কিছু লক্ষন আছে যা ঃ

ওভুলেশন / ডিম্বপাত যন্ত্রনা বা পেটের যন্ত্রনা দেখা যায় অর্থাৎ হালকা ব্যথা বা নিচ পেটে চিন চিন করতে পারে

  • যৌনখুধা বৃদ্ধি পায় ফলে সহবাসের জন্য উতলা হয়ে উঠে ও যৌনি দিয়ে কামরস আসতে থাকবে ।
  • নাক দিয়ে পানি পড়ে এবং মাথা ধরে
  • কারো ক্ষেত্রে যোণি পথে সামান্য ব্লাড আসতে পারে।
  • তলপেটে চিন চিন ব্যথা করতে পারে।
  • শরীরের তাপমাত্রা উঠানামা হয়।
  • ওভুলেশন / ডিম্বপাত এর সময়ে যৌন উত্তেজনায় খুব শীগ্রই কামরস নির্গত হতে পারে যা আঠালো।

ডিম্বপাতের এর প্রথম দিকে এই লক্ষণ গুল দেখা দিতে পারে যা মিন্স অনিয়মিত বা নিয়মিত হোক না কেন ,কিন্তু পরবর্তীতে সময়ের আসতে আসতে কমে যাবে।
আর এতেই এটা বোঝা যায় যে কবে ওভুলেশন ডেট হবে  । তবে সবার ক্ষেত্রে এসব লক্ষন সমান হারে নাও প্রভাব ফেলতে পারে বা ওসব লক্ষন এক সাথে সব লক্ষন প্রভাব ফেলবে না।এছাড়াও আপনি ইউরিন টেস্ট এর মাধ্যমে জানতে পারবেন আপনার ডিম্বপাত হয়েছে কিনা।

আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ