Jobedali

Call

যদি আপনার এপিসিওটমি হয়ে থাকে তবে সহবাসে সময় প্রথম কয়েক মাস ব্যাথা হওয়া খুবই স্বাভাবিক। এপিসিওটমি হয়েছে এমন মহিলাদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের মতেই প্রসবের পর সহবাসে ব্যাথা হয় এবং সময়ের সাথে সাথে এই ব্যাথা চলে যায়।

যদি সহবাসে সমস্যা হয় তবে তা আপনার স্বামীকে জানান। ব্যাথা নিয়ে সহবাস করলে পরবর্তীতে সহবাসকে সুখকর না মনে হয়ে কষ্টদায়ক মনে হবে এবং আপনি এবং আপনার স্বামী উভয়েরই এতে সমস্যা হবে।

অনেক সময় যোনি শুকনো থাকলেও ব্যাথা হতে পারে। এজন্য পানি-জাতীয় লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারেন। তৈল-জাতীয় লুব্রিক্যান্ট যেমন ভ্যাসলিন, ময়সচারাইজিং লোশান ব্যবহার করবেন না কেননা এতে যোনির প্রদাহ হতে পারে।

হাসপাতাল ছাড়ার আগেই ডাক্তারের সঙ্গে এব্যাপারে কথা বলে নিতে পারেন। এর পরেও যে কোনও সময় ডাক্তারের কাছে গিয়ে এবিষয়ে আলাপ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ