MD Khan

Call

এ ক্যানসার প্রতিরোধে রয়েছে তিন স্তরের প্রতিরোধব্যবস্থা—

প্রাথমিক প্রতিরোধ: টিকাদান। ৯ থেকে ৪৫ বছর বয়সী নারীদের এ টিকা দেওয়া যায়। ১৪ বছরের কম বয়সীদের দুই ডোজ টিকায় কার্যকর প্রতিরোধ সম্ভব। ১৫ বা এর বেশি বয়সীদের জন্য রয়েছে তিন ডোজ। পাশাপাশি কম বয়সে মেয়েদের বিয়ে না দেওয়া, অধিক সন্তান ধারণ না করা, যৌন ও প্রজননস্বাস্থ্য সচেতনতা, ধূমপান না করা।

দ্বিতীয় স্তরের প্রতিরোধ: ৩০ থেকে ৬৫ বছর পর্যন্ত নারীদের প্রতি তিন বছর পরপর ভায়া টেস্ট করা। জরায়ুমুখের রস নিয়ে কোনো অস্বাভাবিক কোষের উপস্থিতি আছে কি না, তা দেখার জন্য রয়েছে প্যাপ টেস্ট। ২৪ থেকে ৬৫ বছর নারীদের তিন বছর পরপর এটি করা হয়। এ ছাড়া রয়েছে এইচপিভি ডিএনএ টেস্ট। বর্তমান বিশ্বে এটি সবচেয়ে কার্যকর টেস্ট বলে প্রমাণিত।

তৃতীয় স্তরের প্রতিরোধ: ক্যানসার-পূর্ব অবস্থায় চিকিৎসা করা; যাতে ক্যানসার হাওয়া থেকে রক্ষা পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ