বর্তমান সময়ে হস্তমৈথুন করে না এরকম মানুষের সংখ্যা অনেক কম। আর হস্তমৈথুন এমনই একটা টপিক যেটাতে গবেষণার সংখ্যাও নগণ্য এবং বাংলাদেশে এটা খুবই স্পর্শকাতর বিষয়। ডিজিটাল এখন সবকিছু আর ইন্টারনেট ঘাঁটলে এই বিষয়ে এমন তথ্য পাওয়া যায় যা Masturbation পক্ষেই চলে যায়। অথচ ইসলামে এটা হারাম। কোনভাবেই মিলাতে পারতাম না। এরপর হিস্ট্রি নেওয়া শুরু করলাম বিস্তারিতভাবে যদিও বিষয়টা সময়সাপেক্ষ এবং অনেকেই সঠিক তথ্য দিতে চান না। জীবনে যতো রোগী পেয়েছি যারা হস্তমৈথুন করেননি এদের মোটামুটি সবাই এখনও আমার চিকিৎসা নিয়ে ভাল আছে। এর তুলনায় যতো শত শত রোগী হস্তমৈথুন করেছে সবাই যৌনদূর্বল এবং এদের নিয়মিত কনসাল্টেশন ও পরামর্শ প্রয়োজন হয়। এরপর আমার রোগীদের উপর গবেষণা করে দেখলাম যে কী কী সমস্যা হচ্ছে যারা নিয়মিত হস্তমৈথুন করে। যেমন - ১. খুব সহজে ক্লান্ত হয়ে যায় ২. রাত্রে ঘুম হয় না ঠিকমতো ৩. ক্ষুধামন্দা ৪. ওজন কমে যাওয়া ৫. ইচ্ছা অস্বাভাবিক কমে যাওয়া বা বেড়ে যাওয়া ৬. লিঙ্গ শিথিল হয়ে যাওয়া ৭. লিঙ্গ পূর্বের ন্যায় শক্ত না হওয়া ৮. দ্রুত বীর্যপাত ইত্যাদি উল্লেখযোগ্য তথ্যগুলো সম্পূর্ণ আমার রোগীদের সাথে আলোচনা ও পুনঃআলোচনার ফলাফল। হস্তমৈথুন ছাড়াও আরো কিছু কারণে যৌন দূর্বলতা হতে পারে। যেমন - টেস্টোসটেরন হরমোন কমে যাওয়া - প্রোল্যাকটিন হরমোন বেড়ে যাওয়া - যৌনাঙ্গে ইনফেকশন - রক্তে সুগার লেভেল বেড়ে যাওয়া - রক্তে লিপিড লেভেল বেড়ে যাওয়া - ধুমপান - গাঁজা বা যে কোন মাদক দ্রব্য সেবন - ক্রমাগত দীর্ঘদিন রাত জেগে থাকা - এক্সারসাইজের অভাব - ওজন বেড়ে যাওয়া ইত্যাদি আসল টপিকে ফেরত আসি। উপরের লেখা পড়ে এখন হস্তমৈথুন করবেন কিনা এটা সম্পূর্ন আপনার বিষয়। তবে জেনে রাখুন, আমাদের যৌনাঙ্গ শরীরের সবথেকে বেশী Nerve Ending রয়েছে যার কারণ যতবার হস্তমৈথুন কেউ করবে এই Nerve conduction তত বেশী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া, শরীরের মাসলগুলোর মধ্যে একধরনের ক্ষয় হয় যা আপনাকে শারীরিকভাবেও দূর্বল করে দিতে পারে। যার কারণে হতে পারে আপনার মেটাবলিজমও আক্রান্ত। ডা আসিফ আব্দুল্লাহ এমবিবিএস (রাজশাহী মেডিকেল কলেজ) ডিওসি (চর্ম ও যৌন), এমপিএইচ (প্রজনন ও শিশুস্বাস্থ্য) সিসিডি (বারডেম), ট্রেইনড ইন আইসিইউ এন্ড ইমার্জেন্সি ট্রেইনড ইন ইয়ার নোজ এন্ড থ্রোট
শেয়ার করুন বন্ধুর সাথে