#টিপস দাঁতের_ব্যথার_ঘরোয়া_চিকিৎসা" জীবনে এক বারের জন্য হলেও দাঁতের ব্যাথায় ভোগেননি এমন লোক খুব একটা পাওয়া যাবে না। হঠাৎ দাঁতে ব্যাথা শুরু হলেও ভয়ের কিছু নেই। ঘরে বসেই করা যায় দাঁত ব্যাথার চিকিৎসা। দাঁতের ব্যাথায় ঘরোয়া চিকিৎসা নিয়েই আমাদের এবারের আয়োজন- লবঙ্গঃ যে দাঁতটা ব্যাথা করছে, তার ওপরে বা পাশে (যেখানে ব্যাথা) একটা লবঙ্গ রেখে দিন। লবঙ্গ গুঁড়োর সাথে পানি বা অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করেও লাগাতে পারেন। ব্যাথা যতক্ষণ চলে না যায় ততক্ষণ চেপে ধরে রাখুন। রসুন: দাঁতের ব্যাথা শুরু হলেই এক কোয়া রসুন চিবোতে শুরু করুন। রসুনের রসের উপাদান যে কোন প্রদাহ কমাতে সাহায্য করে। রসুনের কোয়া থেঁতলে অল্প লবণ মিশিয়ে পেস্ট বানিয়েও দাঁতের উপর লাগাতে পারেন। লবণাক্ত পানি:‌ হালকা গরম পানিতে লবণ মিশিয়ে সেটা দিয়ে কুলি করুন। ভিনেগার: অল্প পরিমাণ ভিনেগার অথবা সাদা ভিনেগার তুলায় নিয়ে ব্যাথার জায়গায় চেপে ধরে রাখুন। আদাঃ এক টুকরো আদা কেটে নিন এবং যে দাঁতে ব্যাথা করছে সে দাঁত দিয়ে চিবাতে থাকুন। আদা চিবুতে ব্যাথা লাগলে অন্য সুস্থ দাঁত দিয়ে চিবিয়ে রস করে রসটা ব্যাথা যুক্ত দাঁতে নিন। মরিচঃ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে দাঁতের ওপরে দিতে পারেন। মরিচের ভেতরে থাকা উপাদান আপনার দাঁতের ব্যাথাকে অবশ করে দেবে। ঘরোয়া চিকিৎসায় ব্যাথা পুরোপুরি দূর না হলে অবশ্যই একজন ডেন্টাল সার্জন দেখানো উচিত।
শেয়ার করুন বন্ধুর সাথে