শেয়ার করুন বন্ধুর সাথে

উপযোজন যে সমস্ত আচরণ বা কার্যাবলী দ্বারা মানুষ তার পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ায় ঐসকল আচরণ বা কার্যাবলীকে বোঝাবার জন্য মনস্তত্ত্ববিদ জেমস মার্ক বালডউইন (James Mark Baldwin) সর্বপ্রথম এই পদটি ব্যবহার করেন। উপযোজন হলো সামঞ্জস্য বিধান বা খাপ খাওয়ানো যা মানুষ সামাজিক সূত্রে অর্জিত আচরণ কিংবা নূতন কোন আচরণ গ্রহণ করার মাধ্যমে সম্পন্ন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ