Jobedali

Call

মানব সেবার ব্রতে সদা রত যেই জন 

আল্লাহর প্রিয় বান্দা বলে, নমঃ সেই জন 

মূলভাব : মানব সেবা পরম ধর্ম। মানব সেবায় যারা সদাব্রত, মানব সেবায় যারা নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করে না, আল্লাহর প্রিয় বান্দাগণও তাদেরকে নমস্কার করেন। 

সম্প্রসারিত ভাব : ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ কথাটি কোন ফাঁপা বুলি নয়। মানুষ সকল ধর্মের উর্ধ্বে। মানুষের চেয়ে বড় বা সত্য কিছু নেই। আর সেই মানুষের সেবা! এর মত পূণ্য আর কিসে হতে পারে? নির্জন গুহায় ধ্যান করা সহজ। ধর্মের বাণী আওড়িয়ে উপদেশ দেওয়া আরও সহজ। কিন্তু মানবসেবা অতটা সহজ নয়। কারণ, মানব সেবা কেবল তারাই করতে পারে যারা আত্মস্বার্থকে জলাঞ্জলি দিয়ে হাসিমুখে মহাবিপদ এমন কি মৃত্যুকেও বরণ করে নিতে পারে। যারা অত্যন্ত মহৎ হৃদয়ের অধিকারী তাদের দ্বারাই কেবল মানব সেবা করা সম্ভব। আর সে কারণেই মানুষের সেবা করার মত পুণ্যের কাজ আর নেই। যার মধ্যে সামান্য পরিমাণ সংকীর্ণতা আছে, অহংকার বা ঘৃণা আছে সে কখনও মানবসেবা করতে পারে না। এ কাজ যারা করে তারা সত্যিই মহান। তাদের তুলনা হয় না। আর সে কারণেই আল্লাহর যে প্রিয় বান্দা, মুমিন-মুসলমান, খাঁটি ধর্মপ্রাণ বলে পরিচিত তারাও তাদেরকে দেখে নমস্কার জানায়। তাদের দেখে মাথা নত করে। জগতে তারা সবার হৃদয়ে, উচ্চাসনে চিলকালীন অধিষ্ঠান পেয়ে বসে। যেমন- আমাদের প্রিয় নবী হযরত মহাম্মদ (স.), মাদার তেরেসা প্রমুখ ব্যক্তিবৃন্দ। এরা মানব সেবায় আত্মোৎসর্গ করে সর্বজনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবরূপে পরিচিতি লাভ করেছেন। 

মানব সেবার মত বড় ধর্ম আর নেই আমাদের প্রত্যেকেরই এ কথাটি মনে রাখা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ