শেয়ার করুন বন্ধুর সাথে

শিক্ষণ মানে

শিক্ষণ [ śikṣaṇa ] বি. ১. শিক্ষাগ্রহণ, অধ্যয়ন; [সং. √ শিক্ষ্ + অন];;২. শিক্ষাদান, হাতে-কলমে শিক্ষার ব্যবস্হা (শিক্ষকশিক্ষণ, শারিরশিক্ষণ)।;[সং. √ শিক্ষ্ + ণিচ্ + অন]।;শিক্ষণীয় বিণ. শেখবার বা শিখাবার যোগ্য, শিখিতব্য।;[শিক্‌খন্‌] (বিশেষ্য) ১ শিক্ষাগ্রহণ; অধ্যয়ন (এ ছাড়া শিক্ষণ বিভাগ আছে-মনোজ বসু)। ২ শিক্ষাদান; অধ্যাপনা; তালিম। শিক্ষণীয় (বিশেষণ) শেখার বা শেখাবার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্‌+অন(ল্যুট্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ